এখন থেকে ইউটিউবে ভিডিও আপলোড করলে অটোমেটিক Description লেখা হয়ে যাবে

আসসালামু আলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি 

আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার সময় অনেক Description কপি করে দিতে হয় যেমন ফেসবুক পেইজ লিংক প্রোফাইল লিংক এরকম Description আমরা কপি করে ভিডিওতে দিয়ে থাকি তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে অটোমেটিক ভিডিও Description এড হয়ে যাবে আপনাকে আর কপি করে ভিডিও Description লিখতে হবে না আজকের ট্রিকসটি ব্যবহার করে আপনি ভিডিও আপলোড করার সময় অনেকটা সময় বাঁচিয়ে নিতে পারবেন



তো চলুন বন্ধুরা শুরু করা যাক

প্রথমে আপনার মোবাইলে একটা ব্রাউজার ওপেন করুন এবং লিখুন youtube.com লিখে ইন্টার এ ক্লিক করুন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে


এখান থেকে আপনার চ্যানেলের লোগো তে ক্লিক করুন
তারপর এখান থেকে Desktop এ ক্লিক করুন
তারপর আবার চ্যানেল এর লোগোতে ক্লিক করুন


তারপর এখান থেকে Creator Studio তে ক্লিক করুন
তারপর এরকম একটি ইন্টারফেস আসবে
 এখান থেকে Channel এর উপর ক্লিক করুন
তারপর এরকম একটা পেজ আসবে 
তারপর এখান থেকে Upload Default এ ক্লিক করুন
তারপরে এই বক্সে আপনি যে Description Show করাতে চান সেটি বক্সের মধ্যে লিখুন
Description লেখার পরে এখন Save করার জন্য Save আইকনে ক্লিক করুন
ব্যাস হয়ে গেল এখন থেকে আপনি যে ভিডিও আপলোড করবেন সে ভিডিওতে যে Description দিয়েছেন সে Description গুলো অটোমেটিক Show করবে আশা করি সবাই বুঝতে পারছেননা বুঝলে কমেন্ট করবেন


Note: সকল ধরনের টেকনিক্যাল ভিডিও টিউটোরিয়াল ভিডিও এবং আর্নিং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন

আমাদের ইউটিউব চ্যানেল

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য

Post a Comment

0 Comments